খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

খুলনা মহানগর আ’লীগের সকল ওয়ার্ড কমিটি ৩০ অক্টোবরের মধ্যে জমা দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ওয়ার্ড কমিটি জমা দেয়ার সিদ্ধান্ত থাকলেও এখনও সব কমিটি জমা হয়নি। যারা এখনও কমিটি জমা দেননি ৩০ অক্টোবরের মধ্যে সকল কমিটি জমা দিতে হবে। তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে প্রস্তাবিত কমিটিতে বির্তকিত ব্যক্তিদের নাম এসেছে। যা আমাদের নির্দেশনা বর্হিভূত। ৩০ অক্টোবরের মধ্যে জমাকৃত কমিটি যাচাই বাছাই করবো। সেখানে কোন বির্তকিত ব্যক্তিকে পেলে তাদের বাদ দেয়া হবে। আর এর সাথে যারা জড়িত থাকবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে সকলকে সহযোগিতা করতে হবে। একশ্রেণির রাজনৈতিক দল আছে যারা অপপ্রচার করে দেশ, জাতি ও সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। তাদের এই অপপ্রচার সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।

সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এড.. চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, এ্যাড. রজব আলী সরদার, নুর ইসলাম বন্দ, মো. শহিদুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চান ফরাজী, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যা. আলমগীর কবীর, প্যানেল মেয়র আলী আকবর টিপু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, শেখ ইউনুস আলী, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মনিরুল ইসলাম বাশার, এস এম আনিছুর রহমান, অধ্যা. রুনু ইকবাল, শেখ মো. আনোয়ার হোসেন, মাকসুদ আলম খাজা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মীর বরকত আলী, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, এ্যাড. আব্দুল লতিফ, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মোস্তফা কামাল, আব্দুল রউফ মোড়ল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, শাহাদাৎ হোসেন মিনা, কাজী এনায়েত আলী আলো, শেখ আব্দুল আজিজ, জিয়াউল ইসলাম মন্টু, ফেরদৌস হোসেন লাবু, জামিরুল হুদা জহর, শেখ জাহিদ হোসেন, শেখ আবিদ উল্লাহ, আব্দুর রউফ মোড়ল, মো. নুর ইসলাম, মো. জাহিদুল হক, শেখ ইকবাল হোসেন, এমরানুল হক বাবু, হাসান ইফতেখার চালু, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মো. মোতালেব মিয়া, এ্যাড. শামীম মোশাররফ, মো. জাকির হোসেন, ওয়াহিদুল হক পলাশ, জি এম রেজাউল ইসলাম, সৈয়দ কিসমত আলী, মো. নজরুল ইসলাম, মো. শাজাহান জোমাদ্দার, ইউসুফ আলী খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা রক্ষায় প্রত্যেক ওয়ার্ডে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন। সভায় ৩০ অক্টোবরের মধ্যে সকল ওয়ার্ড কমিটি জমা দেয়ার সিদ্ধান্ত হয়।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!