খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় একটি ইজিবাইক ছিনতাই করে পালিয়েছে অজ্ঞাত ছিনতাইকারী চক্র। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে ভট্র-বালিয়াঘাটা ব্রীজ এর উপর। ইজিবাইকটি হারিয়ে অসহায় চালক দিশেহারা হয়ে পড়েছেন।
ভুক্তভোগী রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের হতদরিদ্র ইজিবাইক চালক মুজিবর শেখ জানান, বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫ টায় তিনি ফয়লা বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিলেন। এসময় দুইজন ব্যাক্তি তার ইজিবাইকটি ভাড়া করেন সোনাতুনিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত। তিনি যাত্রী নিয়ে সোনাতুনিয়া মাদ্রাসা ষ্ট্যান্ডে পৌছালে যাত্রী বেশে ইজিবাইকে থাকা সেই দুইজন ব্যক্তি ১৫টি ডাব ক্রয় করে তার ইজিবাইকে তোলেন। সে সময় ইজিবাইক চালক সোনাতুনিয়া বাসষ্ট্যান্ডে পৌছালে চক্রটি তাকে ভট্ট-ব্রীজের কাছে তাদের মাইক্রোতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি গাড়ী নিয়ে ব্রীজের সন্নিকটে আসলে একটি সাদা রংয়ের মাইক্রোবাসের কাছে গিয়ে ডাব তুলতে থাকা অবস্থায় ইজিবাইকের যাত্রী দুইজন তাকে ধাক্কা দিয়ে মাইক্রোর ভিতর ফেলে দেয় এবং যাত্রী বেশী ছিনতাই চক্রের দুই সদস্য তার ইজিবাইকটি নিয়ে চলে যায় এবং মাইক্রোবাসের দরজা বন্ধ করে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে খুলনার দিকে চালাতে থাকে। পরে ভুক্তভোগীকে ঢাকা মাওয়া মহাসড়কের মোল্লাহাট এলাকার একটি র্নিজন স্থানে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে চক্রটি দ্রুত পালিয়ে যায়। তবে শুক্রবার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাগেরহাট মডেল থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নী বলে পুলিশ জানিয়েছেন।
খুলনা গেজেট / এমএম