খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন গবেষকের পিএইচডি ডিগ্রি লাভ

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব এ্যাডভান্সড স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬তম সভায় ৫ জন গবেষককে তাঁদের ভিন্ন ভিন্ন বিষয়ে মৌলিক গবেষণার জন্য ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের মধ্যে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গবেষক মোঃ আব্দুল জলিল তাঁর ‘মলিক্যুলার ক্যারেক্টারাইজেশন অব প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এন্ড ডিভেলপমেন্ট অব প্রোবায়োটিক প্রোডাক্টস ফর হিউম্যান’ (MOLECULAR CHARACTERIZATION OF PROBIOTIC BACTERIA AND DEVELOPMENT OF PROBIOTIC PRODUCTS FOR HUMAN) শীর্ষক অভিসন্দর্ভের জন্য এই ডিগ্রি প্রাপ্ত হন। তাঁর গবেষণা তত্ত্ববধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন।

এছাড়া একই ডিসিপ্লিন থেকে গবেষক মোঃ ইমদাদুল ইসলাম পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিলো ‘ইনভেস্টিগেশন অব অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্ল্যাম্যাটোরি এন্ড ১৫-লাইপোজিজেনাস ইনহিবিটরি অ্যাক্টিভিটিস অব সিলেক্টেড ম্যানগ্রোভ প্ল্যান্টস অব সুন্দরবনস্’ (INVESTIGATION OF ANTIOXIDANT, ANTI-INFLAMMATORY AND 15-LIPOXIGENASE INHIBITORY ACTIVITIES OF SELECTED MANGROVE PLANTS OF THE SUNDARBANS)। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম মাহাবুবুর রহমান।

এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন গবেষক মোহাম্মদ শরিফুল ইসলাম। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিলো ‘নলেজ এন্ড প্র্যাকটিস ফর রিডিউসিং দি এফেক্টস্ অব ডাইজেস্টার অন হেলথ ইন সাউথ ওয়েস্ট বাংলাদেশ’ (KNOWLEDGE AND PRACTICE FOR REDUCING THE EFFECTS OF DISASTER ON HEALTH IN SOUTH WEST BANGLADESH)। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমান।

একই ডিসিপ্লিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন গবেষক মোঃ মেহেদী আল মাসুদ। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিলো ‘টাইডাল রিভার ম্যানেজমেন্ট এন্ড ইটস ইমপ্যাক্ট ইন দ্য সাউথওয়েস্ট রিজিওন অব বাংলাদেশ’ (TIDAL RIVER MANAGEMENT AND ITS IMPACT IN THE SOUTHWEST REGION OF BANGLADESH)। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

এছাড়া এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন গবেষক জাহান আল মাহামুদ। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিলো ‘হেলথ স্ট্যাটাস অব লেন্টিল সিড ইন মেজর লেন্টিল গ্রোয়িং এরিয়াস অব বাংলাদেশ এন্ড ডিটারমিন্যাশন অব কন্ট্রোল মিজারস এগেইনেস্ট লেন্টিল ডিজিসেস’ (HEALTH STATUS OF LENTIL SEED IN MAJOR LENTIL GROWING AREAS OF BANGLADESH AND DETERMINATION OF CONTROL MEASURES AGAINST LENTIL DISEASES)। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহতালাত আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত গবেষকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা করা হয় গবেষকগণ নিজ নিজ কর্মক্ষেত্রে এই গবেষণার বিষয় কাজে লাগিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হবেন। একই সাথে গবেষণা তত্ত্বাবধায়কদেরকেও ধন্যবাদ জানানো হয়। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!