শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত পূর্বে নির্ধারিত সব ধরণের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। এরই পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ধরণের পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে পূর্বের ন্যায় অনলাইন ক্লাসসমূহ যথারীতি চালু থাকবে।
শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ন্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষাসহ সকল শিক্ষাকার্যক্রম আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে চালু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ১৭ মে থেকে খুলে দেওয়া হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম