খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

খুলনা বিভাগে ১১টি আসনে নতুন মুখ

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩৫টিতে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ১১টিতেই নতুন মুখ যুক্ত হয়েছে। বর্তমান সংসদ সদস্যরাই মনোনয়ন পেয়েছেন ২৪টি আসনে। কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ওই আসনে বর্তমান এমপি জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

খুলনার ৬টি আসনের মধ্যে ৩টিতেই পরিবর্তন

খুলনার ৬টি আসনের মধ্যে ৩টিতেই পরিবর্তন এসেছে। এর মধ্যে দুটিতে এবারই নতুন দুই মুখ প্রার্থী হচ্ছেন।
খুলনা-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বাদ পড়েছেন এই আসনে ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদ হুইপ পঞ্চানন বিশ্বাস।

খুলনা-২ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা-৩ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এবার নতুন মুখ হিসেবে আসনটিতে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। খুলনা-৪ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন শিল্পপতি ও সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। খুলনা-৫ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন সাবেক মৎস্য মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা-৬ আসনে বাদ পড়েছেন আকতারুজ্জামান বাবু। এ আসনে এবার প্রথম মনোনয়ন পেয়েছেন পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রশীদুজ্জামান।

যশোরের দুটিতে নতুন মুখ

যশোর-১ আসনে এবারও মনোনয়ন পেয়েছেন শেখ আফিল উদ্দিন। যশোর-২ আসনে বাদ পড়েছেন মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এই আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন। যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ বহাল আছেন। যশোর-৪ মনোনয়ন বঞ্চিত হয়েছেন তিন বারের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। এই আসনে নতুন মুখ অভয়নগর উপজেলা আ.লীগ সভাপতি এনামুল হক বাবুল। যশোর-৫ আসনে স্থানীয় সরকার প্রতিমন্ত্র স্বপন ভট্টাচার্য্য। যশোর-৬ আসনে শাহিন চাকলাদার এবারও মনোনয়ন পেয়েছেন।

মাগুরায় যুক্ত হলেন সাকিব

মাগুরা-১ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মনোনয়ন বঞ্চিত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর।
মাগুরা-২ এবারও মনোনয়ন পেয়েছেন ড. বীরেন শিকদার।

মেহেরপুরে একটিতে নতুন মুখ

মেহেরপুরের দুটি আসনের মধ্যে একটিতে নতুন মুখ এসেছে। মেহেরপুর-১ আসনে এবারও মনোনয়ন পেয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মেহেরপুর-২ আসনে বাদ পড়েছেন সাহিদুজ্জামান খোকন। নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন আবু সালেহ মো. নাজমুল হক সাগর।

ঝিনাইদহে ১টিতেই নতুন মুখ

ঝিনাইদহের চারটি আসনের ৩টিতেই পুরাতনরা মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ-১ আসনে আবদুল হাই, ঝিনাইদহ-২ তে তাহজিব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-৪ নং আসনে আনোয়ারুল আজীম আনার মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন শফিকুল আযম খান চঞ্চল। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি।

বাগেরহাটে ১টি নতুন

বাগেরহাট-১ আসনে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহার এবারও মনোনয়ন পেয়েছেন। বাগেরহাট-৪ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। মনোনয়ন বঞ্চিত আমিরুল আলম মিলন।

সাতক্ষীরার দুই এমপি মনোনয়ন বঞ্চিত

সাতক্ষীরার ৪টি আসনের মধ্যে দুটিতে পরিবর্তন এসেছে। সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহমেদ স্বপন এবং সাতক্ষীরা-৩ আসনে ডা. আ ফ ম রুহুল হক এবারও মনোনয়ন পেয়েছেন। বঞ্চিত হয়েছেন সাতক্ষীরা-২ আসনের মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা-৪ আসনে এস এম জগলুল হায়দার।
তাদের বদলে সাতক্ষীরা-২ মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান বাবু এবং সাতক্ষীরা-৪ আসনে আতাউর হক দোলন মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া, নড়াইল ও চুয়াডাঙ্গায় কেউ বাদ পড়েননি

চুয়াডাঙ্গার দুটি আসনে কেউ বাদ পড়েননি। চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এবং চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর এবারও মনোনয়ন পেয়েছেন।

নড়াইল-১ আসনে কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজা এবারও মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়ার ৩টি আসনে প্রার্থীতায় পরিবর্তন আসেনি। কুষ্টিয়া-১ আসনে আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৩ আসনে মাহবুব উল আলম হানিফ এবং কুষ্টিয়া-৪ আসনে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবারও মনোনয়ন পেয়েছেন। তবে কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ওই আসনে বর্তমান এমপি জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

খুলনা গেজেট/হিমালয়/টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!