খুলনা জেলাসহ বিভাগের ৯ জেলায় তদারকি মূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও অধীনস্থ জেলা কার্যালয়। রবিবার (২৪ নভেম্বর) ভোক্তা অধিকারের ১০টি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ২৪ নভেম্বর ২০২৪ তারিখ ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে সোনাডাঙ্গা এবং থানার খুলনা মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে বটিয়াঘাটা ও ডুমুরিয়া থানার কৈয়া বাজার ও ডুমুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে শার্শা উপজেলার নাভারন বাজার ও শার্শা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জমিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো নাজমুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা ও সুলতানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার পাগলা কানাই বাজার ও মুজিব চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার নতুন বাজার ও আঠারোখাদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো সজল আহম্মেদ এর নেতৃত্বে আলমডাংগা উপজেলার আনন্দধাম ও হাইরোড এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর নেতৃত্বে মিরপুর উপজেলার কালীতলা মোড় ও অঞ্জনগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে সদর উপজেলার বাসস্ট্যান্ড ও বিসিক এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় ।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ