খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

খুলনা বিভাগে করোনা রোগী সাড়ে ১৯ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে কোভিড-১৯ রোগীর সংখ্যা সাড়ে ১৯ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে এক-তৃতীয়াংশের বেশি রোগী শুধু খুলনা জেলাতেই। এখন পর্যন্ত মারা গেছেন ৩৩৩ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগে নতুন করে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বিভাগে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হলেন ১৯ হাজার ৬১০ জন। একই সঙ্গে কোভিড শনাক্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৮৬ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ১৯১ জন সুস্থ হয়েছেন। তাঁদের নিয়ে এ পর্যন্ত বিভাগে সুস্থ হলেন ১৪ হাজার ৭৮৬ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় এ বিভাগে সুস্থ হওয়ার হার ৭৫ শতাংশের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, নতুন সংক্রমিত ১৩৫ জনের মধ্যে বাগেরহাটে ৫ জন, চুয়াডাঙ্গায় ৬, যশোরে ৪০, ঝিনাইদহে ৯, খুলনায় ৩০, কুষ্টিয়ায় ২০, মাগুরায় ৭, মেহেরপুরে ১, নড়াইলে ৪ ও সাতক্ষীরায় ১৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে কোভিডে দুজন মারা গেছেন। তাঁরা দু’জনেই কুষ্টিয়ার। তাঁদের নিয়ে এ পর্যন্ত এই বিভাগে কোভিডে ৩৩৩ জন মারা গেলেন। তাঁদের মধ্যে খুলনায় ৮৪ জন, কুষ্টিয়ায় ৬৪, বাগেরহাটে ২১, চুয়াডাঙ্গায় ৩০, যশোরে ৩৯, ঝিনাইদহে ২৭, মাগুরায় ১২, মেহেরপুরে ১২, নড়াইলে ১৬ ও সাতক্ষীরায় ২৮ জন রয়েছেন। এ বিভাগে কোভিডে মৃত্যুর হার ১ দশমিক ৭ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা খুলনা গেজেটকে বলেন, খুলনা বিভাগে চুয়াডাঙ্গায় ১৯ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ৮৫তম দিনে কোভিডে আক্রান্তের সংখ্যা হাজারে পৌঁছায়। গত ৩ জুলাই ১০৭তম দিনে কোভিড রোগী ৫ হাজার পার হয়। ২৩ জুলাই ১২৭তম দিনে রোগী ১০ হাজার ও ১২ আগস্ট ১২৭তম দিনে ১৫ হাজার ছাড়ায়। শুক্রবার ১৭০তম দিনে শনাক্তের সংখ্যা সাড়ে ১৯ হাজার ছাড়িয়েছে।

 

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!