খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

খুলনা বিএনপির ২০১ সদস্যের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরব্যাপী কর্মসূচী সফল করার লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি সহ-সভাপতি, উপদেষ্টা ও সম্পাদক মন্ডলীর যৌথ সভা মঙ্গলবার (২৩ মার্চ) সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিকাল সাড়ে তিনটার বর্নাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

সভায় স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে খুলনা অঞ্চলের গৌরবোজ্জল সঠিক ঘটনাবলী অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করে অনুষ্ঠানের মাধ্যমে জাতির সামনে তুলে ধরার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাভাবিক মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর উপর আলোকচিত্র প্রদশর্নী ও তাঁর জীবনীর উপর আলোচনা সভা, বাংলাদেশে গনতন্ত্র পূন:প্রতিষ্ঠার আন্দোলন ও মাদার অফ ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শিশু- কিশোরদের জন্য আনন্দ আয়োজন, রক্তদান কর্মসূচী, যুদ্ধকালীন যুদ্ধক্ষেত্র ও হানাদার বাহিনীর গনহত্যার স্থান সমুহে অনুষ্ঠান আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করায়।

সভায় বছরব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিকে আহবায়ক ও আমীর এজাজ খানকে সদস্য সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট খুলনা সূবর্ণ জয়ন্তি উদযাপন কমিটি গঠন করা হয়। একই সাথে মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুু ও জেলা বিএনপি সভাপতি এড. শফিকুল আলম মনাকে কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়। সভায় ৯ টি উপ- কমিটি গঠন করে আগামী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, জাফরউল¬াহ খান সাচ্চু, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এস এ রহমান বাবুল, আব্দুর রকিব মল্লিক, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, ওয়াহিদুর রহমান রানা, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, মোল্যা মোশারফ হোসেন মফিজ, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন তোতন, কাজী মিজানুর রহমান, মুর্শিদ কামাল, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, নাসমুস সাকিব পিন্টু, শামসুজ্জামান চঞ্চল, শেখ ইমাম হোসেন, হাসান মেহেদী রিজভী, আশফাকুর রহমান কাকন, মুজিবর রহমান ফয়েজ, আবুল কালাম শিকদার, কামরুল ইসলাম সিপার, আবুল বাশার, জাফরী নেওয়াজ চন্দন, রফিকুল ইসলাম, আবু সাঈদ শেখ, নাজির উদ্দিন নান্নু, শরীফুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিলটন, ওয়াজউদ্দিন সান্টু, হাবিবুর রহমান হবি, শামসুল বারী পান্না, এনামুল হক সজল, সরোয়ার হোসেন, খন্দকার ফারুক হোসেন, আব্দুল মান্নান খান, শাহাদাৎ হোসেন ডাবলু, ফরহাদ হোসেন, তানভিরুল আযম রুম্মান, জহুরুল হক, মোল্যা কবির হোসেন, মনিরুজ্জামান লেলিন, ওয়াহিদুজ্জামান শেখ আবু সাঈদ, ইসমাইল হোসেন, হেমায়েত হোসেন প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!