খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে

খুলনা বিআরটিএ সার্কেলের বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

ফুলবাড়িগেট প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাদামতলাস্থ বিআরটিএ সার্কেল রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিআরটিএ’ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ মহসিন। অনুৃষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডিসি জেনারেল জিয়াউর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ আবুল বাশার। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী এবং লিফলেট বিতরণ করা হয়। র‌্যালী পুর্বক উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল্লাহ বাহার, মনোয়ার হোসেন, মোঃ মমিনুল ইসলাম, মোঃ আলামিন।

বিআরটিএ’র সার্ভিস পোর্র্টালের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ অনলাইনে এ সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান। বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান এবং মোবাইলের ম্যাসেজ(এসএমএস) এর মাধ্যমে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রেক প্রদানের এ্যাপয়েন্টমেন্ট গ্রহন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রিন্টিং এবং স্ট্যাটাস জানাসহ বিভিন্ন ডিজিটাল সেবা এখন থেকে পাওয়া যাবে।মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে খুলনা বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ চলবে আগামী ২৪ সেন্টেম্বর পর্যন্ত।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!