খুলনার ডুমুরিয়া উপজেলার দু’টি বাজারে বুধবার (২৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার দু’টি বাজার তদারকিকালে ছয়টি প্রতিষ্ঠানকে ১৭হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাগেরহাট জেলা কার্যালয় কর্তৃক ফকিরহাট উপজেলার কাঠালতলা মোড় ও ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। অপরদিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়।
মাগুরা সদর উপজেলার একতা বাজার, ভিটাসরাই ও আমুড়িয়া বাজার তদারকিকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করা, স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বাজারে পিয়াজ, চাউলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির সময় দেখা যায় পণ্যসমূহের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তদারকিকালে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা বাজার কর্মকর্তা মোঃ জাকির হোসেন শেখ এবং জেলা পুলিশ অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
খুলনা গেজেট/এআইএন