খুলনা পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় খুলনা পাবলিক কলেজ মাঠে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও খুলনা পাবলিক কলেজের বোর্ড অব গভর্নরস সদস্য মো. জুলফিকার আলী হায়দার।
পুলিশ কমিশনার প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে আগত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, বসন্তের চমৎকার রৌদ্রোজ্জ্বল স্নিগ্ধ সকালে তারুণ্যের ক্রীড়া উৎসবে বর্ণাঢ্য আয়োজনের উৎসবমুখর আবহে মনে হচ্ছে যেন আমি আমার কৈশরের দূরন্তপনার দিনগুলোতে ফিরে গিয়েছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হচ্ছে শরীর চর্চার একটা অন্যতম মাধ্যম। নিয়মিত স্পোটর্স এক্টিভিটিস, খেলাধূলা, দৌঁড়ঝাপ করলে শরীর মন দুটোই ভালো থাকে। যেকোন প্রতিযোগিতায় ভালো করার চেয়ে অংশগ্রহণ করাটাই হলো মূখ্য বিষয়। অংশগ্রহণ করা মানেই প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অধিকার করবো বিষয়টা এমন নয়। হার-জিত থাকবেই, মন খারাপ করলে চলবে না।
অভিভাবদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান করুন। একইসাথে সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালনের জন্য অভিভাবকদের অনুরোধ করেন। তিনি সকলে মিলে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, সুখী-সমৃদ্ধ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক শঙ্কর প্রসাদ ঘোষ। অনুষ্ঠানে অভিভাবক, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
খুলনা গেজেট/এএজে