খুলনা পাবলিক কলেজ মাঠে মঙ্গলবার ( ২৯ মার্চ) অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা ও প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরস এর সহ-সভাপতি জনাব মোঃ ইসমাইল হোসেন, এনডিসি এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবদুল মোক্তাদের, এইসি। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং পরবর্তীতে ছাত্রদের কুচকাওয়াজ এর সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চারও প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।পরে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে খুলনা পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবদুল মোক্তাদের, এইসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষের সহধর্মিনি রওশন আরা আক্তার, কলেজের বিওজি’র সদস্য প্রফেসর মোঃ জাফর ইমাম। এছাড়াও উস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক ড. মোঃ বেনিয়াজ জামান সহ কলেজের সকল শিক্ষক ও অভিভাবক।
খুলনা গেজেট/এএ