খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার
  কুয়েটের শিক্ষার্থীদের আল্টিমেটাম শেষ হচ্ছে বিকাল ৩টায়, দাবি পূরণ না হলে আমরণ অনশনের ঘোষণা

খুলনা নগর বিএনপির ৩১ টি ওয়ার্ড ও ৩ থানা কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরের অর্ন্তগত ৩১ টি ওয়ার্ড এবং তিনটি ইউনিয়ন (আড়ংঘাটা, যোগীপোল ও আটরা গিলাতলা) বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনে গতিশীলতা আনতে স্বল্পতম সময়ের মধ্যে তৃণমূলের ত্যাগী পরীক্ষিত ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী আত্মত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হওয়ার পূর্বে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বিএনপি গঠনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটি আজ রবিবার (১৩ ফেব্রুয়ারী) সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তে স্বাক্ষরকারীরা হলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০২১ খুলনা নগর বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণার পর মহানগরের ৫ থানা কমিটি ভেঙ্গে দেয়া হয়।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!