খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক
সালাম মূর্শেদীর ঐকান্তিক প্রচেষ্টায়

খুলনা জেলা স্টেডিয়ামের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ

একরামুল হোসেন লিপু

খুলানা জেলা স্টেডিয়াম হলো খুলনার ক্রীড়াঙ্গনের একটি ঐতিহ্য। একটা সময় এখান থেকে অনেক বড় বড় খেলোয়াড় বেড় হয়েছে। অবদান রেখেছে দেশের ক্রীড়াঙ্গনে। সেই খুলনা জেলা স্টেডিয়ামটির অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় ২০১৪ সালে খুলনা জেলা স্টেডিয়াম ভেঙে ফেলা হয় । জাতীয় ক্রীড়া পরিষদ ওই বছরই স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করে। এ কাজে মোট ১১ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ ব্যয়ে স্টেডিয়ামের ৬০০ ফুট গ্যালারি ও প্যাভিলিয়ান ভবন নির্মাণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ জমি অধিগ্রহণ না করায় অসম্পুর্ণ রয়ে যায়।

পরবর্তীতে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বিষয়টি স্থায়ী কমিটির কাছে বার বার তুলে ধরেন। পরবর্তীতে সালাম মূর্শেদী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খুলনা জেলা স্টেডিয়ামের গ্যালারির জমি অধিগ্রহণের জন্য ১৮ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেন।

খুলনার খেলাধুলার প্রাণকেন্দ্র নতুন করে তৈরী হওয়া খুলনা জেলা স্টেঢিয়ামটি আবারও খুলনার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনবে এবং ত্রীড়াঙ্গনে খুলনার যে সুনাম সেটাও আবার ফিরে পাবে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!