খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

খুলনা জেলা সিপিবির সভাপতি মনোজ দাশ, রশীদ সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

‘বিকল্প গড়, দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনে সামিল হও’ শীর্ষক স্লোগানে শুক্রবার (২৮ জানুয়ারি) খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলা একাদশ সম্মেলনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাত জহির চন্দন।

অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড ডাঃ মনোজ দাশকে সভাপতি, কমরেড এস এ রশীদকে সাধারণ সম্পাদক ও কমরেড আব্দুল হান্নানকে সহ-সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

কমিটির সম্পাদকম-লীর সদস্যরা হলেন কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এড. এম এম রুহুল আমিন, কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড কিশোর রায়, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড অশোক বিশ্বাস। অন্যান্য সদস্যরা হলেন কমরেড অরুণা চৌধুরী, কমরেড নিতাই গাইন, কমরেড সমীরণ গোলদার, কমরেড সুখেন রায়, কমরেড মণথ বিশ্বাস, কমরেড ফরহাদ নাজিম, কমরেড কিংশুক রায়, কমরেড মিজানুর রহমান স্বপন, কমরেড শাহিনা আক্তার, কমরেড আব্দুল হালিম, কমরেড এড. নিত্যানন্দ ঢালী, কমরেড এড. প্রীতিশ মল, কমরেড এস এম চন্দন, কমরেড গাজী আফজাল, কমরেড অসীম বাগচি।

নবনির্বাচিত কমিটি আগামী ৪ বছর সমাজ পরিবর্তনের লক্ষ্যে পার্টির সাংগঠনিক কর্মকাকে গতিশীল করে এগিয়ে নিয়ে যাবে বলে এক খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!