খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বাবুলসহ ৮ জনকে জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএ রহমান বাবুলকে ফুলতলা থানার নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৩১ মে) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

এরআগে, ওই মামলায় ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, বিএনপি নেতা এনামুল হক পারভেজ, কামরান হাসান, টিটো জমাদ্দার ও আফতাব উদ্দিন খান বিদ্যুতের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে আদালত।

গত ৮ এপ্রিল সরকারি কাজে বাধা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫জন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন এসআই রফিকুল ইসলাম।

অপরদিকে, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বায়েজিদ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তিসহ রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!