প্রায় সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন তিনি। দীর্ঘ কারাবাসের পর মুক্তিলাভ করলে আবেগআপ্লুত নেতাকর্মীরা বিএনপি নেতা আমীর এজাজ খানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। গত ২ নভেম্বর বটিয়াঘাটার থানার একটি গায়েবী নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল পুলিশ।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গত বছরের ২ নভেম্বর নগরীর ময়লাপোতা মোড়স্থ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সহধর্মিনীর শয্যার পাশ থেকে জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানকে আটক করে বটিয়াঘাটার থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল পুলিশ।
এছাড়া গেল বছরের ৩১ অক্টোবর খুলনা সদর থানার এস আই মোঃ খালিদ উদ্দীন বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে এবং একইদিন সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরও একটি মামলায় আমীর এজাজ খানকে আসামী করা হয়েছিল। এ দু’টি মামলায় শ্যোনএ্যারেষ্ট দেখানোর পাশাপাশি রাজধানীর পল্টন থানায় ২৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
খুলনা গেজেট/এমএম