খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় নগরীর পিসি রায় রোডস্থ সিকদার গফ্ফার টাওয়ারের অফিসে এসোসিয়েশনের নবনির্বচিত সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যদের সমর্থনে মো. ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়। এ নিয়ে তিনি চতুর্থবারের মত সাধারণ সম্পাদক মনোনীত হলেন। সভায় মাঠ প্রস্তুতকরণ, একটি বড় টুর্ণামেণ্টের আয়োজন এবং সিনিয়র ডিভিশন ফুটবল লীগ পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও বছর জুড়ে খেলোয়াড়রা ফুটবল নিয়ে বেশী ব্যস্ত থাকতে পারে সে বিষয়ে পরিকল্পনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি গোলাম রহমান বাবু, কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য জেড এ মাহমুদ ডন, শেখ হাসান ইফতেখার চালু, জামিল আখতার লেলিন, সুজন আহমেদ, মনিরুজ্জামান মহসীন, এম এ জলিল, উদয় নাথ মুন্সী ও মো. মঈনুল ইসলাম টুটুল।
খুলনা গেজেট/কেডি