খুলনা জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মপরিষদের টিম সদস্যদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে পরিচালনা করেন সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম।
বিশেষ অতিথির আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।
প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে আল্লাহর বিধান ও রাসুল (সা.) এর নীতি যথাযথভাবে অনুসরণ করা। মূলত, আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদের (সা.) আদর্শ; তার সংগ্রামই হলো আমাদের সংগ্রাম। আল্লাহ তায়ালা সকল দ্বীনের ওপর দ্বীনে হকের বিজয় দানের জন্যই যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। সে কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছিল রাসুলের (সা.) হাত ধরেই। এ বিজয়ের আগেই আল্লাহ তায়ালা মোমিনদের জন্য সুসংবাদ হিসাবে সুরা নসর নাযিল করেছিলেন। সে সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে, দলে দলে মানুষ ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এখন আমাদের দেশে সে পরিস্থিতি অনুভূত হচ্ছে। মানুষ দলে দলে ইসলামের পথে অগ্রসরমান। তাই, আমরা যদি আমাদের যোগ্যতা, প্রজ্ঞা, কর্মতৎপরতা, নিষ্ঠা ও নেতৃত্বের গুনাবলী যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলেই ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে। তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দারসুল কুরআন পেশ করেন মাওলানা আবু বকর সিদ্দিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, অধ্যাপক স ম এনামুল হক, গোলাম মোস্তফা আল মুজাহিদ, আশরাফুল আলম, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মো. আবু ইউসুফ, দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ, রূপসা উপজেলা আমীর মাওলানা লাবিবুল ইসলাম, তেরখাদা উপজেলা আমীর নাহিদ হাসান, ডুমুরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান প্রমুখ।
খুলনা গেজেট/এমএনএস