খুলনা জেলা জজ আদালতে বিএনপির ৫০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন। আসামি পক্ষে এড. মোমরেজুল ইসলাম, এড. তৌহিদুর রহমান তুষার, এড. নুরুল হাসান রুবা, এড. মঞ্জুর আহমেদ, এড. কানিজ ফাতেমা আমিন, এড. হালিমা খানম, এড. মশিউর রহমানসহ অর্ধশতাধিক আইনজীবীর উপস্থিতিতে শুনানী শেষে আদালত সকলের জামিন মঞ্জুর করেন।
এর আগে খুলনা সদর থানা পুলিশের দায়ের করা মামলায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, রকিবুল ইসলাম বকুলসহ ৫০ নেতাকর্মী হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালিন জামিন শেষে খুলনা জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৬ মে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ৮০০ জনের বিরুদ্ধে খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলা করেন।
খুলনা গেজেট/ এস আই