খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  অভিনেতা মাসুদ আলী খান আর নেই
  রাজধানীর মিরপুরে গার্মেন্টস কর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নারীসহ ২ পোশাক শ্রমিক গুলিবিদ্ধ

খুলনা জেলা কারাগার থেকে ২৬১ রাজবন্দির মুক্তি

নিজস্ব প্রতিবেদক

আন্দোলন চলাকালে গ্রেপ্তার ২৬১ রাজবন্দি গতকাল মঙ্গলবার খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন সাধারণ ছাত্র, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তবে জামিননামা পৌছাতে দেরি করায় একজন ছাত্রসহ ২২ জন গতকাল মুক্তি পাননি। আজ বুধবার সকালে তারাও মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, গত এক মাসে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৬৪ জন এবং জেলা বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হন। বাকিরা জামায়াত-ছাত্র শিবির এবং নিরীহ ছাত্র। সোমবার বঙ্গভবনে বৈঠক শেষে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন নিরীহ রাজবন্দির মুক্তির দেন।
গতকাল মঙ্গলবার আদালতপাড়ায় গিয়ে দেখা গেছে, জামিন আবেদন করলেই আদালত তা গ্রহণ করছেন। দুপুরের মধ্যে আড়াই শতাধিক নেতাকর্মীর জামিন হয়ে যায়। বিকালে তারা মুক্তি পান।

মুক্তি পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন খুলনা জেলা কারাগার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম হোসেন, ছাত্রদল আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রশিবিরের সাবেক স ম এনামুল হক,  মোকাররম বিল্লাহ আনসারী প্রমুখ।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!