খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
  খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত
  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ রবিবার (১০ ডিসেম্বর) সকালে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হরতাল বা অবরোধের সময় সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনে অধিকতর নিরাপত্তার প্রয়োজন হলে ব্যবসায়িরা পুলিশের সহায়তা নিতে পারেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সড়কে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা, অপরাধ সংঘটন, মাদক পরিবহন বা বিক্রী বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করলে এসকল অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান সভায় জানান, বাজারে কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে নজর দেয়া প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলায় ডেঙ্গুর প্রকোপ কমেছে তবে এখনো হাসপাতালে এরোগে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, ব্যাথার মতো তীব্র উপসর্গ এখন কম দেখা যাচ্ছে, তবে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন হার্ট, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি বৃদ্ধি করা প্রয়োজন। আমদানিকারক বা পাইকারী বিক্রেতা পণ্যবিক্রীতে পাকা রশিদ প্রদান করলে খুচরা পর্যায়ে পণ্যের মূল্যে কারসাজির সুযোগ কমে যায়। তাই পাকা রশিদ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমদানি পর্যায়ে ও খুচরা বাজারে পণ্যের মূল্যে অযৌক্তিক পার্থক্য থাকা ঠিক নয়।

তিনি আরও বলেন, সুন্দরবন বা এর সংলগ্ন এলাকায় হরিণ শিকার বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সজাগ থাকতে হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্রকরে কোন প্রকার গুজব, অপপ্রচার রোধ করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সচেতন হতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত নভেম্বর মাসে ৯৯টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার চেয়ে ৬৬টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে নভেম্বর মাসে ১৬৫টি মামলা দায়ের হয়েছে, যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৭৩টি কম।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!