খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব/তহশিলদার) আব্দুল্লাহ আল মাহমুদ এবছর খুলনা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
‘ভূমি সেবা সপ্তাহ – ২০২২’ উপলক্ষে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
আব্দুল্লাহ আল মাহমুদ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি বলেন, তার এ অর্জনে আমরা গর্বিত। তার কর্মদক্ষতা, ভূমি বিষয়ক জ্ঞান, আন্তরিক সেবা প্রদানের মানসিকতা অন্যদের জন্য অনুসরণীয়। তিনি আমাদের রাজস্ব প্রশাসনের গর্ব।