জেএসডি’র খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে আজ শনিবার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে সমাবেশ ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান সরকারের শাসনামলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, রাষ্ট্র পুনরুদ্ধার ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দাবি করেছে জেএসডি। দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার, মানবাধিকার, ন্যায় বিচার, অংশীদারিত্বের গণতন্ত্র, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধি ও সীমান্তের সমস্যা দ্রুত সমাধানের দাবিও করা হয়েছে।
বেলা ১২ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সমানে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে পতাকা মিছিল পূর্ব সমাবেশ কর্মসূচীতে বক্তারা এ দাবি করেন।
বক্তারা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব কর্তৃক দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক তরান্বিত করার লক্ষে ড্যামি সংসদ বাতিল, নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি তুলেছে। জেলা জেএসডি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম। বক্তৃতা করেন নাগরিক আন্দোলনের সংগঠক অধ্যাপক আহসান হাবিব, জেলা জেএসডির সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা মোজাম্মেল হক খান, জেএসডি নেতা মনিরুল ইসলাম, ডা. এলপি গাইন, আবু বক্কর সিদ্দিক, বেল্লাল হোসেন, রাইসুল ইসলাম রাফি, আবু মুসা, ছাত্রনেতা মাহিম হোসেন ও তাসিব প্রমূখ।
খুলনা গেজেট/এনএম