তেরখাদায় মাদরাসা ভবন নির্মাণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর কাজ বন্ধ করলেন ইউএনও। উপজেলার নাচুনিয়া জুনারি দাখিল মাদরাসার ভবন নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগে ২২ জুলাই “খুলনা গেজেটে” “তেরখাদায় মাদরাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, ঠিকাদারের অস্বীকার’ সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা সেই নির্দেশনা মতে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মাদরাসা ভবন নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শনে গিয়ে মরিচা পড়া রডসহ নির্মাণ কাজের অনিয়ম প্রত্যক্ষ করেন এবং কাজ বন্ধ করার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হোসেল রানা ও মাদরাসা সুপার মোঃ লিয়াকত আলী খাঁন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, ‘আমি নির্মাণ সাইটটি পরিদর্শন করেছি এবং অভিযোগগুলি প্রশমিত না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছি।’
খুলনা গেজেট/এনএম