খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

‘খুলনা গেজেট’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান তোতা খুলনা গেজেটের সাহিত্য কলামে নিয়মিত লিখতেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন তাঁর পক্ষে লেখা পাঠানো সম্ভব হয়নি। সর্বশেষ গত ২ এপ্রিল ২০২১ তাঁর লেখা কবিতা ‘একটা মানবিক দলিল চাই’ প্রকাশিত হয়। বহু প্রতিভার অধিকারী প্রয়াত এই সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতাটি পুন: প্রকাশিত হল।

 

একটা মানবিক দলিল চাই

আমি জমির দলিল চাই না
গাড়ি বাড়ি চিরস্থায়ী বন্দোবস্তের দলিলও চাই না
কোন সম্পদেরই দলিল চাই না, সত্যিই চাই না
তবে একটা দলিল চাই
সেটি মানবিক দলিল
দলিলে থাকবে সমাজ বিনির্মাণের দিক নির্দেশনা
নতুন মানবিক দুনিয়া গড়ার স্বপ্ন।

প্রকৃতির স্বাভাবিক ছন্দে চলবে
মানবিক মূল্যবোধ জাগ্রত করবে
মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে
সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে

শুনবো মন ছোঁয়া বর্ণময় জীবন কাহিনী
সমাজের জঞ্জাল সাফ বন্ধ হবে হানাহানি
কারো ব্যক্তি স্বাধীনতায় আঘাত হানবে না কেউ
বিরোধ বিতর্কের উর্ধ্বে উঠাবে সুখ শান্তি সৌহার্দ্যের ঢেউ।

দলিলের দাতা থাকবে মানুষ, গ্রহিতাও থাকবে মানুষ
সাক্ষর করবে বিবেক, সাক্ষী হবে নৈতিকতা
সেই রকম দলিল চাই।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!