বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৭ অনুযায়ী গঠিত খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১ম সভা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহমুদ আলম-এর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক ও ডিন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেটের অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের প্রফেসর ড. আফরোজা পারভীন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিকল্পনা অধিশাখার যুগ্ম সচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা, কেকেবিএইউ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আর্শেদ আলী মাতুব্বর এবং সিন্ডিকেটের সদস্য সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কাজী মোকলেছুর রহমান।
প্রভাষক মেহেদী হাসান শান্ত-এর উপস্থাপনায় সভার শুরুতেই সম্মানিত সিন্ডিকেট সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পবিত্র কুরআনে কারীম থেকে তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান।
সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, আর্থিক এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনা গেজেট/এএজে