খুলনা জেলার মেট্রোপলিটন থানাধীন খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।
তফসীল মোতাবেক শনিবার ২৭/১১/২০২১ খ্রিঃ তারিখ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত (বিরতিহীনভাবে) নগরীর খানজাহানআলী রোডস্থ সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । প্রাপ্ত ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
উক্ত নির্বাচনে খোকন-গফফার সমর্থীত অহিদুল -সেলিম পরিষদ পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয় লাভ করেন। বিজয়ী নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ অহিদুল ইসলাম, সহ-সভাপতি নুরে আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ এসএম আজিজুর রহমান, পরিচালকরা হলেন গাজী জহিরুল হক, মোঃ জাহিদুর রহমান মোল্লা, মোঃ ফারুক সিকদার, বিশ্বনাথ দে বিশু,এসএম হাফিজুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন মোঃ মোস্তফা কামাল, সদস্য ছিলেন আবু সাঈদ ও শেখ মারুফ – উজ – জামান।
খুলনা গেজেট/ টি আই