ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর খুলনা শাখা আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার পঞ্চম দিনে জয় পেয়েছে নিউ ক্রিকেট একাডেমী ও মিরা স্মৃতি সংসদ। আজ রবিবার সার্কিট হাউস মাঠে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হয়। খুলনার প্রয়াত ক্রিকেটার শেখ সালাহ উদ্দিন, মানজারুল রানা, সেতু, তুষার, কাজল, ইমন, জর্জি ও পিন্টু স্মরণে কোয়াব খুলনা এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে।
সকালে দিনের প্রথম ম্যাচে নিউ ক্রিকেট একাডেমী ৪৬ রানে ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে নিউ ক্রিকেট একাডেমী ১৯.২ ওভারে ১৫১ রান সংগ্রহ করে অল আউট হয়। দলের হয়ে মাত্র ১৭ বলে ৫টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৬ রান করেন মাজহারুল। এছাড়া আব্রাহাম ২৫, আদর ২০, তন্ময় ১৮ রান করেন। প্রতিপক্ষের সিয়াম ৪টি ও সাব্বির ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ট্যালেন্ট ক্রিকেট একাডেমী ১৯ ওভারে ১০৭ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে দিপু ২৫, সিয়াম ২১ রান করেন। বিজয়ী দলের সানি, তামজিদ, বনি, মাজহারুল ও আদর প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিজয়ী দলের মাজহারুল।
দিনের দ্বিতীয় ম্যাচে মিরা স্মৃতি সংসদ ৮০ রানের বড় ব্যবধানে মোহামেডান ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। আগে ব্যাট করতে নেমে মিরা স্মৃতি সংসদ ১৯.৪ ওভারে ১৪৫ রান করে অল আউট হয়। ৫৮ বলে ১০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৮ রান করেন শান্ত। ২০ রান করেন টুটুল। মোহামেডান একাডেমীর হয়ে আজম, নির্ঝর ও আবির প্রতেকে ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান ক্রিকেট একাডেমী ১৬.৪ ওভারে মাত্র ৬৫ রান করেই অল আউট হয়ে যায়। দলের হয়ে ১৭ রান করে করেন হাসিব ও আজম। বিজয়ী দলের মেহেদী ৪টি ও পিয়াস ৩টি উইকেট নেন। ৮৮ রান করে একই দলের শান্ত জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।
খুলনা গেজেট/এএমআর