খুলনা মহানগরীর চারটি ও বাগেরহাটের চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, খুলনা নগরীর জোড়াগেট ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল মোড়ে তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তা অধিকার বিরোধী কাজের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোড বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এআইএন