খুলনা, বাংলাদেশ | ৭ ফাল্গুন, ১৪৩১ | ২০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে ডিসি ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ৩৩ জনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন; একই কারণে এর আগে ওএসডি করা হয় আরও ১২ ডিসিকে ভোটের পর এসপি ও ইউনিট প্রধানদের পাওয়া বিপিএম-পিপিএম পদক বাতিল

খুলনা উপআঞ্চলিক পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

গেজেট ডেস্ক

৫৩তম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার খুলনা উপঅঞ্চলের খেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, সহমর্মিতা, সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। এখানে থাকে না কোন হিংসা বা বিভেদ।

তিনি বলেন, আমাদের এই দেশটাকে ভালবাসতে হবে ও দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শ মানুষ হতে গেলে শুধু লেখাপড়া করলেই হবে না। পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, খুলনার জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল হক ও জিলা স্কুলের প্রধান শিক্ষক মোল্লা মোকছেদ আলী। এসময় বিভিন্ন জেলার জেলা শিক্ষা অফিসার, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন স্কুল হতে বাছাইকৃত শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!