বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার নির্বাচনের ১৯ প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই। সোমবার (২৪ মার্চ) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৯টি পদে একটি প্যানেলের ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১২ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকলে আগামী ৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হতে পারে বলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফলে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এসব প্রার্থী। প্রার্থীরা হলেন- সভাপতি পদে খন্দকার হাসিনুল ইসলাম নিক, সহ- সভাপতি পদে মোঃ মঈনুল হাসান শিমুল, মোস্তাক আহমেদ, এস এম জাকির হোসেন রিপন, সাধারন সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলাম টুটুল, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ রফিকুজ্জামান লাভলু, সাংগঠনিক সম্পাদক পদে আজিজুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক পদে দিবাকর রায়।
এছাড়া সদস্য ১০টি পদে ওয়াহিদুজ্জামান মিঠু, মোঃ জাফরী নেওয়াজ চন্দন, মোঃ মনিরুজ্জামান মনি, আবুল আহসান মোঃ বরকতুল্লাহ তুর্কী, মোঃ ফরিদ আহমেদ রিপন, মোঃ তৌকিবুল ইসলাম লিটন, মোঃ মোস্তাফিজুর রহমান, এস এম তরিকুল ইসলাম সোহান, তামজিদুর রহমান চৌধুরী তাপস, নাহিদ মাহমুদ সৈকত।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আমানত আলী হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা নির্বাচনের মনোনয়ন জমা প্রদানের শেষ সময় ছিল সোমবার বিকাল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ে একটি প্যানেলে ১৯ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।
খুলনা গেজেট/এমএম