খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা
  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  দুর্নীতি ও আমলাতন্ত্র দেশে ব্যবসায় পরিবেশ নিশ্চিতের অন্যতম বাধা : সিপিডি
  সাবেক স্পিকার শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্টের আবেদন স্থগিত

খুলনায় ৮২২টি তামাকদ্রব্য বিক্রয় ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের তালিকা টাস্কফোর্স’র হাতে

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে ৮২২টি দোকানে অবৈধভাবে তামাকজাত দ্রব্য বিক্রি ও অবৈধ বিজ্ঞাপন প্রচার করছে। তাদের তালিকা পৌঁছে দেয়া হয়েছে জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলীর হাতে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত জেলা টাক্সফোর্স কমিটির অনুষ্ঠিত সভায় এ তালিকা হস্তান্তর করা হয়। এইড ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন সিয়াম’র সহযোগিতায় ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করে।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ডেট আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, সিনিয়র সাস্থ্য শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ ও এইপ’র প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক।

সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের হাতে ডিজিটাল ট্যাপ্স ব্যান সার্ভের রিপোট তুলে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা আরো বেগবান করা, পাবলিক প্লেসে ধুমপানমুক্ত এলাকা সম্বলিত সাইন প্রদর্শন নিশ্চিত করা এবং তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচার প্রচারণারোধে ভ্রাম্যমান আদালত কার্যকর করার সিদ্ধান্ত নেয়া হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!