খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

খুলনায় ৭ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় র‌্যাবের মোবাইল কোট পরিচালনাকালে ৭ জনকে ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) খুলনার সদর থানাধীন কাগজিবাড়ি গগন বাবু রোড ও বড়বাজার কদমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি পলিথিন কারখানায় অনুমোদনহীন পলিথিন উৎপাদনের অপরাধে ও ৬ টি বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন করার অপরাধে কাগজীবাড়ি গগণবাবু রোডের আব্দুস সালামকে ৫০ হাজার টাকা, মোঃ জাহিদ হোসেনকে ১০ হাজার টাকা, ফারহানা পারভীনকে ২০ হাজার টাকা, মোঃ ফরহাদকে ৩০ হাজার টাকা, বিশ্বাস জাবেদকে ৪০ হাজার টাকা, মোঃ মোখলেসুর রহমানকে ২৫ হাজার টাকা, মোঃ হেমায়েতউদ্দিন মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জারিফ প্লাস্টিক শেখ আবু তাহের,১৩৯, সদর থানা খুলনা মেট্রোপলিটন এর পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ভ্রাম্যমান আদালতের ক্ষমতা বহির্ভূত হওয়ায় মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর নিকট নিয়মিত আইনি কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

রাতে র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল, আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, খুলনার বিএসটিআই ইন্সপেক্টর , কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয় এবং স্যানিটারী ইন্সপেক্টরদের এর সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!