খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

খুলনায় ২ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ভোক্তা অধিকার বিরোধী কাজ করায় ২ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) মহানগরীর বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা আদায় করেছেন।

এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়াও উপস্থিত ব্যাবসায়ী, ভোক্তাদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক,খুলনা মহোদয়ের সার্বিক নির্দেশনা ও এপিবিএন-৩ এর সার্বিক সহযোগিতায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!