আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সুশাসন প্রতিষ্ঠার পাশাপশি সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল ‘জেএসডি’ জাতীয় সরকারের ওপর গুরুত্বারোপ করেছেন। আর এ দাবীতেই এ সংগঠনের খুলনা জেলা ও নগর শাখা আগামী ১৮ জানুয়ারি দুপুর ১২টায় পিকচার প্যালেস মোড় থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দলের জেলা ও নগর শাখার যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় ৩১ মার্চের মধ্যে উপজেলা ও থানা কমিটি পুনর্গঠন এবং ৩০ আগস্টের মধ্যে জেলা ও নগর শাখার সম্মেলনের সিদ্ধান্ত হয়।
জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফম মহসিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, নগর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা আবু সিনা ইবনে ওয়াহিদ মিকি, জেলা যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, রাশেদুল হাসান বাবলু, আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম, মিতা ইসলাম ও হামিদা বেগম।
খুলনা গেজেট/ এস আই