খুলনায় ১৩৪ দিন পর গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছিল।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বাগেরহাটের ফকিরহাটের মারজানা (৬৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত কয়েকমাসের তুলনায় দেখা যাচ্ছে করোনা সংক্রমণ যেমন বেড়েছে, সেই সাথে সাথে করোনা আক্রান্ত রোগির সংখ্যাও বেড়েছে। গত কয়েকমাস ধরে করোনা ডেডিকেটেড হাসপাতালে কোন রোগিই ছিল না। কিন্ত বর্তমানে প্রতিদিন পজেটিভ রোগি ভর্তি হচ্ছে এবং প্রতিদিনই দুই একজন রোগি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত তিন জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে আইসিইউ ও এইচডিইউতে একজন, রেডজোনে একজন ও ইয়ালো জোনে একজন চিকিৎসাধীন রয়েছে।
খুলনা গেজেট/ এস আই