খুলনায় তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে খুলনায় বৈশাখের প্রথম বৃষ্টি শুরু হয়। এর আগে রাতে হালকা ও মাঝারি ঝোড়ো বাতাস বয়ে যায়। এরপরই শুরু হয় স্বস্তির বৃষ্টি। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে শিতল হাওয়ায় স্বস্তি মিলেছে খুলনাবাসীর।
নগরীর খালিশপুর এলাকার মনিরুল ইসলাম বলেন, অনেকদিন খুলনায় বৃষ্টি হয় না। সন্ধ্যার পর থেকে বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। বৃষ্টিতে পরিবেশটা শীতল হয়েছে। ভ্যাপসা গরম দূর হয়েছে। ফলে খুব ভালো লাগছে। ফলে কিছুটা ঠান্ডা পড়েছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনায় আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এটি খুলনায় বৈশাখের প্রথম কালবৈশাখী ঝড় ও বৃষ্টি। বৃষ্টির সাথে দমকা থেকে ঝোড়ো হাওয়া ছিল। এ সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার।