খুলনায় সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৬ জুলাই) দিবাগত রাতে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে পালিয়েছে তারা। রূপসা উপজেলার নৈহাটি কিছমত খুলনা গ্রামের সবুর শেখের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
সবুর শেখের ছেলে আবু শাহাদাৎ রনি বলেন, রাতে তারা খাবার খেয়ে ঘরের জানালা ও দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় চোররা ঘরের জানালার গ্রীল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। আলমারীর দরজা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। তিনি আরও বলেন, গত কয়েকদিন যাবৎ তার স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগ পেয়ে চোর মালামাল লুট করে পালিয়ে যায়।
বাড়ির মালিক সবুর শেখ বলেন, ঘরের সাথে লাগোয়া একটি গাছ আছে। ওই গাছ বেয়ে তারা জানালার গ্রীল কেটে ঘরের ভেতর ঢুকে মালামাল লুট করে নিয়ে যায়। চোর রান্না ঘর থেকে বটি ও ছুরি নিয়ে ঘরের ভেতর অবস্থান করে।
সোহেল নামে এক যুবক বলেন, দিনে রাতে সমান তালে চলছে লোডশেডিং। গরমে মানুষ ঘুমাতে পারেনা। যখন মানুষ ঘুমিয়ে পড়ে আর তখন সুযোগটি গ্রহণ করে এ চক্রটি।
ইদ্রিস নামে অপর এক ব্যক্তি বলেন, এ এলাকায় একটি চক্র আছে। তারা দিনে মানুষের সাথে ঘুরে বেড়ায়। রাতে অপকর্ম করে।