নগরীর খানজাহান আলী থানাধীন আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মোঃ সৌরভ হোসেন মুন্নাসহ তার ২ বন্ধুকে নিয়ে স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। পুর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গ্যারিশন বাজার ইয়াকুব মার্কেটের সামনে।
এ ঘটনায় খানজাহান আলী থানায় সৌরভের মা মুক্তা বেগম বাদি হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন । মামলার আসামিরা হলো মাত্তমডাঙ্গা এলাকার মোঃ তমিজুল ইসলাম, মোঃ আলমাছ, মোঃ আরমান আলী, মোঃ ইজাজুল, অংকন, ও মোঃ বাধন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সন্ত্রাসী হামলার স্বীকার সৌরভ হোসেন মুন্না(১৭) ও তার ২ বন্ধু মোঃ নয়ন(১৭) এবং মোঃ রফিক (১৮)কে ২৮ অক্টোবর স্কুলছুটির শেষে বাড়ি ফেরার পথে দুপুর সাড়ে ১২ টায় গ্যারিশন বাজার ইয়াকুব মার্কেটের সামনে পুর্বশত্রুতার জের ধরে আসামিরা পুর্বপরিকল্পিতভাবে লোহার রড, লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয় তারা। এসময় এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারীরা তাদের নিকটে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক আহতদেরকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, এঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামীদে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/ টি আই