সমাজতান্ত্রিক দল- জেএসডি খুলনা জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত ‘সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় খুলনায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
তিনি বলেন, সিরাজুল আলম খান বাঙ্গালি জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি স্বাধীনতার জন্য গোপন সংগঠন গড়ে তুলে ধাপে ধাপে জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করার সূদুর প্রসারী ভূমিকা রেখেছেন। সিরাজুল আলম খান স্বাধীনতার পরবর্তীতে দেশ পরিচালনার জন্যও রাজনৈতিক প্রস্তাবনা দিয়েছেন। কিন্তু সে প্রস্তাবনাকে পাশ কাটিয়ে স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের চেতনার পরিপন্থী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন কারণে রাষ্ট্রে বারবার ফ্যাসিবাদী সরকারের আবির্ভাব হয়েছে।
তিনি বলেন, দেশে আজও একটি ফ্যাসিবাদী সরকার জনগণের ওপর চেপে বসেছে। এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ভূ-রাজনীতিতে দেশকে গভীর সংকটে নিমজ্জিত করেছে। জাতীয় পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে।তারা আবারও একতরফা নির্বাচন অনুষ্ঠানের ফন্দি ফিকির করছে।সুতরাং ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমাদেরকে চূড়ান্ত লড়াই অবতীর্ণ হতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, সিরাজুল আলম খান বাংলাদেশের বাতিঘর। একুশ শতকের পরেও সিরাজুল আলম খান প্রাসঙ্গিক থাকবে। তিনি বাংগালী জাতীয়তাবাদের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করেছেন, তিনি অভ্যন্তরীণ পরাধীনতার সুত্র আবিস্কার করেছেন।
খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আবদুল খালেক এর সভাপতিত্বে বক্তৃতা করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হাকিম, জেলা জেএসডি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন, আবদুল লতিফ খান, সাতক্ষীরা জেএসডি’র জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিএম মোসেলম, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সভাপতি শেখ আবদুল হালিম, নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, নগর নাগরিক ঐক্যের সদস্য মোরশেদ নেওয়াজ আল শিপলু, জেলা জেএসডি’র সাবেক সাধারণ সম্পাদক বিনয় ভূষন চ্যাটার্জি, সাতক্ষীরা জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মনিরুল ইসলাম, রাশিদুল আহসান বাবলু প্রমুখ। পরিচালনা করেন জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম।
খুলনা গেজেট/কেডি