খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই
আহ্বায়ক আশরাফুল, সদস্য সচিব জাহাঙ্গীর

খুলনায় সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষায় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড বহাল, সরকারি শিক্ষকদের ন্যায় পদোন্নতিসহ ৪ দফা বাস্তবায়নে খুলনায় বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। ৩১ সদস্যের কমিটিতে প্রভাষক জিএম আশরাফুল ইসলাম আহ্বায়ক ও প্রভাষক জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ মে) সকালে সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি শহীদ সিরাজউদ্দিন কলেজের প্রভাষক গোপীকান্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি ও মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একটি কলেজ ও স্কুল জাতীয়করণ করেছেন। ইতিমধ্যে ৩২৬ কলেজ জাতীয়করণের কাজ শেষ হয়েছে। কিন্তু একটি বিশেষ শ্রেণির শিক্ষক-কর্মচারীদের চাকুরি আত্তীকরণে বেতন গ্রেড অবনমন করায় জটিলতা সৃষ্টি হয়েছে। এতে তারা আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে।

শিক্ষক-কর্মচারীরা তাদের পূর্বের গ্রেড ও মর্যাদা বহাল, নিয়ম অনুযায়ী পদন্নোতির দাবি জানান। না হলে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী বেতন গ্রেড সুরক্ষা কমিটি’ বৃহত্তর কর্মসূচি ও আন্দোলন গড়ে তুলবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!