খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

`শ্রম আইন সংশোধন একটি চলমান প্রক্রিয়া’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৮) পুনরায় সংশোধন বিষয়ে জাতীয় কর্মশালা খুলনায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা মহানগরীর বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে বিভাগীয় শ্রম দপ্তর বাংলাদেশ শ্রম  আইন-২০০৬(সংশোধিত-২০১৮) এর সংশোধন বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন সংশোধন একটি চলমান প্রক্রিয়া। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ, শ্রমিক-মালিক সুসম্পর্ক নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশ শ্রম আইনকে যুগোপযোগী করার প্রয়োজন হয়। তিনি বলেন, যত অল্প সময়ের মধ্যে সম্ভব সরকার, মালিক-শ্রমিক সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে বিদ্যমান শ্রম আইনকে যুগোপযোগী করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো: এহছানে এলাহী বলেন, যে কোন আইন মানুষের জন্য। মানুষের কল্যাণেই তা যুগোপযোগী করার প্রয়োজন হয়। তিনি বলেন, শ্রম আইন সংশোধনকল্পে গঠিত ওয়ার্কিং কমিটিগুলো ভালোভাবে কাজ করছে। প্রয়োজনীয় ধারা-উপধারা যুগোপযোগী করে এটি ল-রিভিউ কমিটির মাধ্যমে খুব শীঘ্রই টিসিসিতে নেয়া হবে বলে সচিব জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা: হাজেরা খাতুনের সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় যুগ্মসচিব মো: হুমায়ুন কবিরসহ ওয়ার্কিং কমিটির সদস্যগণ শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!