ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে এবং খুলনা বিএনপির সমাবেশসহ সারাদেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা মহানগর যুবদল বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরি সাগরের সঞ্চালনায় সমাবেশে মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি-যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।