খুলনায় বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্যা হত্যা মামলায় আ’লীগ নেতা বাহাউদ্দিনসহ ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৬ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে খুলনা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা বাহাউদ্দিন খন্দকার, সোহরাব হোসেন ও মিরাজকে গ্রেপ্তার করা হয়।সিআইডি পরিদর্শক মোঃ শাহজাহান জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
সূত্রমতে, ২০১৭ সালের ১৭ জুন ইফতারের পর বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ কয়েকজন রায়েরমহল এলাকার হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এসময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেন নিহত হন। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন লিয়াকত খান ও তার ছেলে মোস্তফা, বুলবুল ও রুবেল। নিহতের ছেলে আল-মামুন সুমন বাদী হয়ে হরিণটানা থানায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করেন। তদন্তের একপর্যায়ে ১৬নং ওয়ার্ড আ’লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খন্দকারের নাম সামনে আসে। সিআইডি’র তদন্ত করে আজ সোমবার তিন আসামীকে গ্রেফতার করে।
খুলনা গেজেট/এনএম