খুলনার খালিশপুর থানায় দায়ের করা মানব পাচার মামলার আসামি মিজানুর রহমানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অভিযুক্ত মিজান খালিশপুর বাস্তুহারা কলোনীর মৃত শেখ ফজর আলীর ছেলে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মোঃ আতিকুস সামাদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় খালিশপুর গাবতলা মোড় এলাকার বাসিন্দা মৃত চুন্নু শেখের মেয়ে আখিঁ আক্তার (১৮) কে ঢাকায় ১৫ হাজার টাকা বেতনে চাকুরি দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। রাতে খাবার খাওয়ার পর তিনি জ্ঞান হরিয়ে ফেলেন। জ্ঞান ফিরে তিনি দেখেন ভারতে কথিত বাবু দুলাল নামে এক ব্যক্তির পার্নিচার নামক গ্রামের একটি বাড়িতে। সেখানে উক্ত ব্যক্তি তার সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করে। সেখানে সাতদিন থাকার পর আরো এক প্রতারিত মেয়ের সাথে তার পরিচয় হয়। ওখান থেকে দু’জন বাড়ীর দোতলা থেকে পেছনের পাইপ বেয়ে পালিয়ে আসে এবং বিষয়টি তারা ভারতীয় পুলিশকে অবগত করেন। পরে সেখানকার পুলিশ তাদের দু’জনকে একই বছরের ২৭ নভেম্বর যশোর জাস্টিস এন্ড কেয়ার এনজিও’র মাধ্যমে দেশে প্রেরণ করে। ঐ দিন দেশে এসে তিনি চারজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ৩৭।
এ মামলার আসামিরা হলো কেয়া, মঈন শেখ, মিজান, এবং সীমা। গত দু’দিন পূর্বে মিজানকে পুলিশ খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এ মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সিআইডি পুলিশের পরিদর্শক শরীফুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে প্রেরণ করলে আদালত তিনদিন মঞ্জুর করেন।
খুলনা গেজেট/কেএম