খুলনা, বাংলাদেশ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা প্রত্যাহার এবং কিশোরগঞ্জে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫, গুরুতর আহত আরও ১০

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় ৬জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় বুধবার (২৯ জুলাই) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাইলাল সরকার বলেন, গ্রেফতারকৃতরা হল নগরীর নতুন বাজার ওয়াবদা খ্রীষ্টানগলির মাথার মৃত মজিবুর রহমান জোমাদ্দারের ছেলে মোঃ মিরাজ জোমাদ্দার (২৪), ৮নং শামসুর রহমান রোডের শিব মন্দির এলাকা থেকে মৃত স্বপন কুমার সাহার পুত্র সৌরভ সাহা (২১), বয়রা আজিজের মোড় এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে শেখ তানভির হাসান (২১), গোপালগঞ্জের কোটালীপাড়ার দেওপুর পিঞ্জুরী এলাকার সরোয়ার হোসেনের ছেলে হামিদুল্লাহ খান (৩৩), দৌলতপুরের পাবলা নতুন রাস্তা মোড়ের মৃত সাহেব আলীর ছেলে মোঃ আসলাম শেখ (৩৮) এবং পিরোজপুর কাউখালীর চিড়াপাড়া এলাকার মোঃ মোক্তার আলী ফকিরের ছেলে মোঃ সুজন ফকির (২৭)। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ৫৭০ গ্রাম গাঁজা, ১২৬পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির ১২হাজার ৫০টাকা উদ্ধার করা হয়। এঘটনায় ছয়টি মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!