খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় ১৫মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ১১টি মামলা হয়েছে।
কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার বলেন, গ্রেফতারকৃত হলেন খুলনার পাইকগাছার দেবদুয়ার শেখপাড়ার শেখ নিয়াতম আলীর ছেলে মুনিম হাসান(২৬), সোনাডাঙ্গার ১৬৮/১০৮ ইসলাম কমিশনার মোড়ের আশরাফ উদ্দিন বুলুর ছেলে রাব্বি চৌধুরী(২৬), ১৯নং দারুল আমান মহল্লার মোঃ গাউস মোল্যার ছেলে মোঃ জাকির মোল্ল্যা(৩৬), সাতক্ষীরার দেবহাটার উত্তর পারুলিয়ার খলিলুর রহমান গাজীর স্ত্রী রোকেয়া বেগম(৫১), লবনচরার শিকদার পেট্রলপাম্পের পূর্বপাশের বাসিন্দা সোবহান মুন্সীর ছেলে মোঃ নুর ইসলাম মুন্সি(৩৫), খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার মৃত আনসার শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম নজু শেখ(৪৭), খালিশপুরের বাস্তুহারা কলোনীর নূর মোহাম্মাদের ছেলে মোঃ বেল্লাল(৪৩), সদর থানাধীন রেলওয়েগার্ড কলোনীর মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম তপু(২৩), খালিশপুরের উত্তর কাশিপুর মেঘনাঘাট এলাকার শেখ হানিফের ছেলে মোঃ সোহেল(২৮), ৩৬ শেরে বাংলা রোডের আমতলা হিমু লেনের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ মাসুম(৩২), যশোরের পূর্ববারান্দিপাড়ার মোঃ ওসমান গনির ছেলে মোঃ মিলন হোসেন(৩২), খালিশপুরের মেঘনা রেলগেট এলাকার ইলিয়াস কাজীর ছেলে লিটন কাজী(২৪), খালিশপুরের হাউজিং নতুন কলোনীর কাওসার শিকদারের ছেলে বিপ্লব শিকদার(২৭), দৌলতপুরের পাবলা তিন দোকানের মোড় এলাকার মোঃ রেজাউল শেখের ছেলে মোঃ বাবু শেখ(১৯) এবং পাবলা দফাদার পাড়ার মোঃ শফিক শেখের ছেলে মোঃ নয়ন শেখ(১৮)। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ৩৪ বোতল ফেন্সিডিল, ৪৮পিস ইয়াবা ও ২০০গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এআইএন