খুলনা মহানগর ও জেলায় মাদক বিরোধী পৃথক অভিযানে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় সোমবার (০৩ আগস্ট) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
কেএমপি’র মুখপাত্র কানাইলাল সরকার বলেন, গত ২৪ঘন্টায় নগরীতে মাদকসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- সোনাডাঙ্গায় মেট্রোপলিটন কলেজ রোডের মোঃ ইউসুফ আলী তালুকদারের ছেলে মোঃ তছলিম উদ্দিন তালুকদার (৩৯), যশোরের শার্শা সামটা পূর্বপাড়ার মৃত হারান মোড়লের ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৯) ও বরগুনার পাথরঘাটার কালমেঘার কুপদোন এলাকার হাবিব হাওলাদারের ছেলে মো মামুন (২২)। তাদের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় তিনটি মামলা হয়েছে।
অন্যদিকে, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ সেখ কনি মিয়া জানিয়েছেন- তেরখাদা উপজেলার পাতলা কাপালীপাড়াস্থ জনৈক মিঠুন সরকার (২৪) ও রাজিব সরকারের (২৬) বসতবাড়ী থেকে এক কেজি ৯০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় এস আই রাজিউল আমিন বাদী হয়ে পাতলা কাপালীপাড়ার জিতেন সরকারেরপুত্র মিঠুন সরকার (২৪) ও রাজিব সরকার (২৬) কে আসামী করে মামলা করেছেন।
খুলনা গেজেট/এআইএন