খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

খুলনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় ১৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় আজ মঙ্গলবার সংশ্লিষ্ট থানায় ১১টি মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল- সদর থানাধীন ডাঃ আলতাফ হোসেন সড়কের ভাড়াটিয়া কয়রার চৌকুনি এলাকার আঃ করিম মোল্যার ছেলে আল ইমরান(২৪), খালিশপুরের নয়াবাটি এলাকার মান্নান মীরের ছেলে মোঃ রাজু(৩৫), ৭৯/২২ হাজী ইসমাইল লিংক রোডের সজিত বালার পুত্র শিমিয়ান বালা(৩২), নতুন বাজার ৯২/৩২৭ মসজিদ গলির বাসিন্দা মৃত বজলুর রহমান মাতুব্বরের ছেলে মোঃ মোকাম আলী মাতুব্বর(৪৫), খালিশপুরের বাস্তুহারার ৩নং রোডের সুমনের বাড়ীর ভাড়াটিয়া ইউসুফ আলীর ছেলে মোঃ ইসমাইল(৩০), লবনচরার কৃষ্ণনগর শাহজালালপাড়ার মসজিদের পিছনের বাসিন্দা মোমিন মোল্যার ছেলে মোঃ খুর ইসলাম(৩৫), দৌলতপুরের পাবলা বাউন্ডরী রোডের বাসিন্দা মোঃ জাকির শেখের ছেলে মোঃ জাহিদুল শেখ(৩৬), খানজাহান আলী থানাধীন যোগীপোলের শেখ জালাল আহম্মেদের ছেলে শেখ জান্নাতুল ফেরদৌস(২২), বাগেরহাটের চিতলমারীর বড়গুনির আসাদ শেখের ছেলে মোঃ রাজু শেখ(২৮), গোপালগঞ্জের উরফি বড়বাড়ীর মোক্তার হোসেন গাজীর ছেলে গাজী রবিউল আলম টগর(৪৯), দাকোপের বটবুনিয়ার ওসমান ফকিরের ছেলে মোঃ মারুফ ফকির মিজান(৪০), বটিয়াঘাটার তেতুলতলা এলাকার মৃত দেলোয়ারের ছেলে মোঃ সাইদ মিয়া(৫৩), দাকোপের সরদারপাড়া বড়খালীর মৃত ছানোয়ার জমাদ্দারের ছেলে মোঃ রেজাউল জমাদ্দার(৩৯)। এসব মাদক বিক্রেতাদের থেকে ৮৯পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!